ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে তৃতীয় বারের মতো ইমতিয়াজ আহমেদ বাবুলকে সভাপতি এবং প্রথম বারের মতো হান্নান মুন্সিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৫ জুন) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটির তথ্য জানানো হয়।
এতে অন্যান্যরা এতে হলেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, মামুন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর ।
নয়া সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল বলেন, আমাকে তৃতীয় বারের মতো সভাপতি ঘোষিত করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও চরফ্যাশন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি , সম্পাদক, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব পাশাপাশি আমি এবং আমার সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করবো।