চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আনু মাঝি (৮০) নামে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার শশীভুষন থানার জাহানপুর ইউনিয়নের জাহানপুর টু চরফ্যাশন রোডে মটর বাইকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনু মাঝি ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে রোড অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী মোটর বাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আনু মাঝি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।