ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে স্কুল থেকে ফেরার পথে তিনহা নামের ৭ বছরের এক শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি এলাকায় তার মৃত্যু হয়।
নিহত শিশু শিক্ষার্থী এই এলাকার মোঃ জামাল মিজির মেয়ে এবং ৫২ নং জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত শিশুর চাচা সফিজল বেপারী জানান, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সূর্য খালি বাজার থেকে নিহতের বাবা পটেটো চিপস কিনে দেন। এটা নিয়ে সহপাঠী চাচাতো বোনের সাথে বাসায় যাওয়ার সময় রোডে মহিষ দেখতে পেয়ে তিনহা ভয়ে ক্ষেত দিয়ে যায়। পরে সহপাঠী চাচাতো বোন বাসায় গিয়ে দেখে সে এখনো বাসায় আসেনি পরে বাড়ির সবাই মিলে তাঁকে অনেক খোঁজাখুঁজি পরে সেই ক্ষেতে গিয়ে দেখে ক্ষেতের পাড়ে কুমার মধ্যে তার হার্ডবোর্ড এবং চিপস ভাসতেছে । এগুলো ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেই কুমার মধ্যে খোঁজাখুঁজি পর পানির নিচে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি এম.এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।