ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়িতে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী কানু মুন্সীর বাড়িতে এদূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের জেবল হক মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাহজাহান সকালে প্রতিবেশী কানু মুন্সর বাড়িতে একটি নারিকেল চাইতে যান। ঘরের নারিকেল না থাকায় গৃহকর্তা গাছ থেকে পেড়ে নিতে বলেন। এসময় তিনি নারিকেল পাড়তে গাছের চুঁড়ায় উঠে সুকনা ডগা কাটার সময় পা ফঁসক পড়ে যান। স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক মো সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।