ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর কারামাতিয়া দাখিল মাদ্রাসায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসার হল রুমে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী আমিরুল ইসলাম মানপত্র পাঠ করেন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে থেকে তানজিলা আক্তার রিমু মানপত্র পাঠ করেন এবং মোসাঃ হাবিবা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
মাদ্রাসার সহকারী শিক্ষিক নুরুল ইসলাম হুজুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলি আকবর ফরাজী এবং মাদ্রাসার সুপার মাওলানা মাকসুদুর রহমান সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ সুপার আব্দুর সালাম, সহকারী শিক্ষিক একেএম রিয়াদ হোসেন, জহিরুল ইসলাম মামুন, মোসলেহ উদ্দিন, মোস্তফা মামুন, আবু বক্কর সিদ্দিক, আবুল বসার প্রমুখ।
বিদায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।