চরফ্যাশনে এবি ব্যাংকের উপ শাখা উদ্বোধন।
রনি ইসলাম ঃ
এবি ব্যাংকের চরফ্যাশন উপ শাখার উদ্বোধন।
গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার হাজী আলী আকবর সুপার মার্কেটে উপশাখা কার্যক্রম চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম মহিউদ্দিনের উপস্থিতিতে উপশাখাটি উদ্বোধন করেন। এসময় এবি ব্যাংকের উপশাখা ইনচার্জ গাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি হাশেম মহাজন ও চরফ্যাশন বাজার সমিতির সভাপতি চাষী নজরুল ইসলাম ও বাজার ব্যাবসায়ী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।