"ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে চরফ্যাশন উপজেলার ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রাণ বিতরণ"
নিজস্ব প্রতিনিধি।।
"ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে চরফ্যাশন উপজেলার ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী মোঃ হাবিবুর রহমান (এম পি)
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম , আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মোঃ কামরুল হাসান(এনডিসি) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,মো: মিজানুর রহমান, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।