সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের সাচড়া,কুতুবা ও হাসাননগর ইউনিয়নে সব হারিয়ে নিঃস্ব ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে আর্থিক অনুদান প্রদান করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
৩ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৫ টি পরিবারকে নগদ অর্থ হিসেবে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি এবং প্রত্যেক পরিবার কে ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
সরজমিনে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত কারও ঘর নেই,কারও রান্না করার চুলা নেই। এক বেলা খাবে, সে পরিস্থিতিও নেই অনেকের। আবার কারও জাল-নৌকা জোয়ারের পানিতে ভেসে গেছে। প্রায় পরিবারেরই হাঁস-মুরগি মারা গেছে। ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে মেঠো পথ। এর ফলে মানুষের স্বাভাবিকভাবে চলাচলেও বাধা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও সাচড়া ইউনিয়নের কয়েকটি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। তাদের বেশির ভাগই জেলে। আবার কেউ কেউ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। কেউ জীবিকা নির্বাহের জন্য হাঁস-মুরগি, গরু-ছাগল পালন করেন। কারও রয়েছে মাছ চাষের পুকুর ও ঘের। ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল তাঁদের আয়ের সব পথ একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে।
এ সংবাদ পেয়ে সরজমিন পরিদর্শন করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান সাংবাদিকদের জানান,ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে,তাদের খুঁজে খুঁজে আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং তাদের ঘর নির্মাণের জন্য চেষ্টা করব, যতটুকু সম্ভব ভোলা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের জন্য নতুন ভাবে গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো।
এদিকে ঘূর্ণিঝড়ের রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান শেষে সাচড়া ইউনিয়নে নদীতে ঝাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ১২শত নিবন্ধিত অসহায়-দুস্থ জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও রায়হান-উজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সোহেল হোসেন,সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা,কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,দৈনিক আজকের পত্রিকার ভোলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।