ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সেমিনার আগামীকাল।।
ভোলা প্রতিনিধি।।
যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা।
আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট ভোলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা আয়োজন করতে যাচ্ছে। এসময় জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, শিক্ষার্থীদের জন্য জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করাও হয়েছে। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তারা।