আল আমিন : ভোলা প্রকাশ।। বাজারে প্রচলিত হস্তান্তরযোগ্য দক্ষতার জন্য ইকো সিস্টেম ভিত্তিক বিকল্প শিক্ষা প্রোগ্রাম (ALP) এর মাধ্যমে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোরী এবং যুবতী মহিলাদের ক্ষমতায়ন করা। এবং বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করেছে ইএসডিও ভোলা জেলা।
শুক্রবার (২৯ই নভেম্বর) দুপুর বারোটায় ভোলা শহরের গ্রান্ড কমিউনিটি সেন্টারে ইএসডিও ভোলা জেলার প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজন করা হয়েছে। ইএসডিওর টিভিইটি প্রধান
শাহারিয়ার মাহমুদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্কুল শিক্ষা থেকে ঝড়ে পড়া মেয়েদের কে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা নিশ্চিত করে ইএসডিও অতন্ত্য মহৎ এবং প্রশংসনীয় কাজ করেছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে কাজ সরকার বাস্তবায়ন করতে চায়,ঠিক সেই কাজটি ইএসডিও করে আমাদের অংশীদারত্বের কাজ করেছে। তিনি ইএসডিওর কার্যক্রমে খুশি হয়ে তারা আমাদের অংশীদার এবং তাদের সকল উন্নয়ন মূলক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আস্বস্ত করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিসিক উপ ব্যবস্থাপক মো. সোহাগ হোসাইন, জেলা যুব উন্নয়ন'র সহকারী উপপরিচালক মো. মোকাদ্দেস আলী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলি বেগম, বরিশাল ও ভোলা জেলার সেন্টার ইনচার্জ ইএসডিও-এএলপি প্রজেক্ট অফিসার মো. মানিক মিয়া, ইএসডিও প্রকল্প মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার মো. মাহ্ফুজুর রহমান,প্রকল্প সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট (SME) মো. সাজু ইসলামসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএসডিওর টিভিইটির প্রধান শাহারিয়ার মাহমুদ প্রকল্পের সার্বিক বিষয়ে আলোচনা করেন। তার আলোচনা প্রকল্পের সার্বিক বিষয় গুলো সংক্ষেপে তিনি বলেন, আমরা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কে প্রতিনিধিত্ব করি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেমন পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদান, আর্সেনিক প্রশমন এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের চাহিদাকে গুরত্ব দিয়ে ১৯৮৮ সালের সূচনালগ্ন থেকে ESDO এর লক্ষ্য "আমরা সকল বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই"।
আমরা ইউনিসেফের সাথে অংশীদারিত্বের ভিত্তেতে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া সবচেয়ে প্রান্তিক কিশোরী মেয়ে এবং যুবতী মহিলাদের (১৫-২৪ বছর) চ্যালেঞ্জ এবং সুযোগগুলি চিহ্নিত করে, বাজারের সুযোগ, চাহিদা, পরিষেবা প্রদানকারী বা দক্ষতার সুযোগ অন্বেষণ করে দেশের সাতটি নির্বাচিত জেলা ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, গাজীপুর, শেরপুর ও জামালপুর জেলায় অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (এএলপি) এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত কিশোরী ও যুবতী (১৫-২৪ বছর) মেয়েদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি।
ইএসডিও ভোলা জেলা কতৃক প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজনে জনশক্তি নিয়োগ দাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। নিয়োগ দাতা প্রতিষ্ঠান গুলো হলো যুগীরঘোলের রাফি ডিজিটাল একাডেমি, কুইন মেকওভার, এম আর প্লাজার মাসুম মোবাইল জোন, বাপ্তা ইউএনপি বুটিকস হাউস, দৌলতখান আইজ জুট এন্ড বুটিকস,লালমোহন এস আর অর্গানিক প্রোডাক্টস, ওয়েস্টার্ন পাড়া আলম আর্ট,কালিবাড়ী রোড আমেনা ফুড কর্নার,খাদিজা ক্লথ এন্ড ফ্যাশন হাউজ,ভোলা সরকারি কলেজ হাসি নকশি কাঁথা এন্ড বুটিকস।
এসময় প্রশিক্ষাণার্থীদের মধ্যে থেকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত যুবতী এবং কিশোরী মেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেন উপরোক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গুলো।