নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ
২০ নভেম্বর -২৪ ইং তারিখে লালমোহন উপজেলার অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জনাব মোঃ তৌহিদুল ইসলামের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন লালমোহন,ভোলা।
তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।লালমোহন উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন তিনি একজন সৎ এবং কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সকলের আস্থাভাজন হয়ে উঠেছিলেন এবং সকল শ্রেণীর জনগনের সাথে তার সম্পর্ক ছিলো অত্যন্ত চমৎকার।তার পদোন্নতিজনিত বিদায়ে লালমোহনের সকলেই দুঃখ প্রকাশ করেছেন।
পদোন্নতিজনিত বিদায়ে উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত বলেন লালমোহন উপজেলাবাসী একজন সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তাকে হারালো,এসময় উপস্থিত সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার এহসানুল হক শিপন, উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত,লালমোহন প্রেসক্লাবের আহবায়ক জনাব মো. সোহেল আজিজ শাহীন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীগন।
গত (১২ ডিসেম্বর-২৩) তারিখে জনাব মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লালমোহনে যোগদান করেন।