ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিসব উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ। (০৭ মার্চ ২৪) উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।
ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া তার বক্তব্যতে বলেন, আমরা বোরহানউদ্দিনের মানুষ জাতীয় নেতা তোফায়েল আহমেদের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এর তাৎপর্য জানতে পেরেছি, বঙ্গবন্ধু জানতেন ৭ মার্চের ভাষণের কারণে তাকে জেলে যেতে হবে, তারপরও তার নেতৃত্বে দেশকে তিনি স্বাধীন করেছেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের মত উন্নত থাকতো, বাংলাদেশের মানুষ বাহিরে রেমিটেন্সের জন্য যেতে হতো না, তার তোর জোর করত বাংলাদেশের আশার জন্য। আর সেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ বাংলাদেশে অনেক এগিয়ে।
পরে তিনি বলেন পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে দেশ কখনো পথ হারাবে না বাংলাদেশ। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে, উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আসমত উল্যাহ মিয়া, এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির বিপিএম, সাংবাদিক এইস এম এরশাদ, সাংবাদিক ইকবাল হোসেন নয়ন সহ আওয়ামীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।